ভরে নোট বন্দিতে, প্রতিকূল খবর ,
আট নভেম্বর হল, এক বছর ।
পাঁচকোটি লোক বেরোজগার -
শতাধিক অকাল মৃত্যু ! কারণ ইহার ।


কার্য, গৃহ নির্মাণ প্রায়, গতি হীন-
দুই প্রতিশত, জি,ডি,পি, ক্ষীণ !
ঘুষের রাজ, কমেনি দেশে -
দুষ্কর্ম বাড়ে, নূতন বেশে !


যার ,মূলেতে ঘুণ,ক্ষত ,
বৃথা ঢালা জল ! আগায় যতো ।
রোজগার কমেছে ,বাড়ে নি-
ভ্রষ্টাচার বাড়ে, কমে নি !


চাষিরা সমবেত দাবি জানায়-
'মন্দসৌরে' তারা গুলি খায় !
দোষ, ন্যায্য ফসলদাম কেন চায় ?
কতোর অকালে ,গাছে প্রাণ যায় !


সংসাধনে ভরা, বিশাল দেশ -
তবু ? অকারণ দুঃখ, অশেষ !
চাই দৃঢ় ইচ্ছা শক্তি আর জ্ঞান ,
তবেই সার্থক, সুষ্ঠু, দেশ নির্মাণ ।


প্রচুর দেশভক্ত সাথে আছে ,
তবু কেন, দেশ চলে, পিছে ?


(ইং-০৮-১১-২০১৭)
(মন্দসৌর> মধ্য প্রদেশের জিলা শহর ।)
ইং-০৮-১১-২০১৭-তে নোট বন্দির এক বছর পূর্ণ হল ।
আজ দেশের সর্বস্থলে, সমস্ত বিরোধীরা
নোট বন্দির পুরজোর বিরোধ শুরু করেছে।