রাজার দর্শনে দাঁড়িয়ে কাতারে
সকলে সসম্ভ্রমে সেলাম করে ,
রাজার কটীতে ঝুলন্ত তরবারি ,
খাপে বদ্ধ শৌর্যের চিহ্ন, -তারি !
রাস্তায় ঢল , হাতি-ঘোড়া-উট -
দেশের প্রজার , রাজ দর্শনে ছুট !


এ কালে রাজার যে লাল বাতি ,
গাড়িতে জ্বলে, রাতদিন অতি  !
আর সান্ত্রীর বহু গাড়ি- শকট
ঘনঘন সাবধানী শব্দে বিকট !
দ্রুত ছোটে রাস্তায় পল ভর -
জনগণ অত, নেয় না খবর  !


রাজা মুকুটহীন , শুভ্র পোশাক ,
আগ্রহে পথিক হয় না অবাক !
তাঁরা সদা ঘেরা, রঙিন কাঁচে -
শুধু গাড়ির ধ্বনিতে শোর মচে ।
রাজা দর্পে নিরস্ত্র ঘোরে -
সান্ত্রীরা আড়ম্বরে রাখে ঘিরে ।


যুদ্ধের তরে, ভুরি-ভুরি সিপাই -
রাজার সেথা দরকার নাই !
কোথায় মেলে দু’পয়সা কমিশন ,
রাজার মনে সদা সে চিন্তন !


(ইং-০৪-০৬-২০১৮)