সর্বংসহা মহাসাগর- অপার ,
সে যে জীব কল্যাণ অবতার !
মনুষ্য হস্তে নেই তার নিস্তার ,
তাকে দূষিত করা হয় বারবার ৷


সাগরের একফোঁটা কমেনা বারি ,
পূর্ণ ভরাতে জল, এক গাগরি ৷
সিন্ধুতে এক ঝুড়ি ময়লা ফেলা-
জলটা যে হয় খারাপ মেলা !


সে যে সহিষ্ণ, লাচার তাই-
ভাবি, এ অপকর্মে ,ক্ষতি নাই ৷
না ? কক্ষনো, এটা আদর্শ নয় !
রচনা বারি বিন্দু, সিন্ধু যে হয় ৷


মহাশূন্যে কচড়া ঢালিলে-
সেথাও ঘটে বিপদ হালে ৷
বায়ু প্রদূষণ ,দূষিত হাওয়া -
কঙ্কাল সার, নিস্তেজ কায়া !


এমনি কত তুচ্ছ বাজে -
মাতিয়ে আছি নিজ কাজে ৷
অকাজের কাজে, বাসা বেঁধে ,
ডাকি বেদনা, মনের সাধে ৷


নিজ ঘর, জঞ্জাল সাকার -
চাই, চিরশান্তি মহাআকার !
নিস্তারের কোন রাস্তা নাই -
মহাসাগর ও,-কহিছে তাই ৷


(ইং-২২-০৭-২০১৭)