তোমরা ভাব ধর্ম অনেক, হাজারো ,
ধর্ম শাখায় মেলায় ! ছোট বড়ো ;
উঁচু নীচু, নামী-দামী, জাতপাত-
নানান ধর্মী, পূজে তারা সন্ধ্যা-প্রভাত ৷
দেখ, মানবের কদ কাঠি, রং ,অজস্র -
তার বেলায় ভাষা, ক্ষেত্র, বুলি, সহস্র ৷


আমি দেখি, না ? অত নয় বর্ণচ্ছটা -
বিশ্বের মানব মাত্র ,দুটি ধর্মতে পাটা !
এক জানে, সে মানে, ন্যায় ব্যবহার -
অপরে করে অহিত, পরজীবন সংহার !


এক,-সততায় “মানব ধর্মীয় জাত” -
অপর ? ছাই চালে, পরের বাড়াভাত !
এক, বেশ আত্মভোলা ,শান্ত- সরল -
অন্য,-ভয়াল হিংস্র ,বিদ্বেষ, ভরা-গরল !


রং ? ওটা শুধু উপর দেখানো আস্তরণ -
অন্য,-শুদ্ধ অন্তঃমন- ঐ ন্যায্য আভরণ ৷
ভাষা,- এক মিটায়- আত্মার পিপাসা ,
অপর,- গুরুগম্ভীর রুক্ষ- শূন্য ভালবাসা !


তুমি বোঝ ধনাঢ্যে ভরা- অধুনা ক্ষিতি-
মম দেখা- শহর ভরতি, বস্তি শুধু বস্তি !
তব দেখা,- বৈভবে উজ্জ্বল নেশা রাত-
দেখি- শিকারী, অবলারে করিছে পদাঘাত !


দেখ মোড়ে আড্ডায়, খাস গল্পে মসগুল -
আমি দেখি, অনাথ শিশু, ক্ষুধায় ব্যাকুল !
পাই কেবল ধরণীতে দুটি বর্গ- ধনী, গরীব,
এ নিয়েই বিভেদ হাজারো ! করিব-করিব ৷


(ইং-৩০-০৬-২০১৭)
হিন্দী শব্দ,- করিব-করিব > কাছাকাছি