গঙ্গার পবিত্র জল বহিল মেলা
মোদের সাঙ্গ হল না, জ্ঞানের খেলা ;
“রাখাল গরুর পাল, নিয়ে যায় মাঠে”,
এভাবে রাখালের সারা সময় কাটে ৷
একই তার ধারা, জীবন হয় সারা -
সে পশু চরাতে, লভিয়াছে এই ধরা !

যে চাষ করে, নাম তার ‘চাষা’-
ভাল বুঝি, আদরের এই ভাষা ,
সে করে ক্ষেতে কিষাণী, তার মান ?
তার কষ্টের দাম , দানি নাম, ‘কিষাণ’!
সে অন্ন যোগায়, ডাকি না ‘অন্নদাতা’ ?
আমরা শুভচিন্তক, বিজ্ঞ বেজায় হেথা !

যে মোট বয়, তাকে বলি ‘মুটে’,
সাথে চলি বুক ফুলিয়ে, সুট-বুটে !
সে যে অসময়ে বড়ো সাহায্যকারী ;
বলিনা তাকে, কক্ষনো ‘উপকারী’!

যে প্রাতে শহর করে, ঝাড়ুতে সুন্দর-
তাকে স্বগর্বে ডাকি, ‘ঝাড়ুদার’ !
নাম ধরি না হে,- ‘পবিত্র’,
তুমিই তো পরিষ্কার রাখো সর্বত্র ৷

যে নাও চালায়, বলি তাকে ‘মাঝি’,
সে যে ‘পারত্রাতা’ বলিতে নই রাজি !
ভবনদী পারিতে বাছুরপুচ্ছ ধরি -
যতনে মোরা মহৎ কাজটি সারি !
সুপ্রভাতে কতো ভণ্ডোরে নিত্য স্মরি -
চিরাচরিত আদরে, ‘গুরু’ মানি তারি !
(ইং-০৯-০৫-২০১৭)