ভুল যদিও হয় মাঝে-সাঝে
মানুষ, নিজেকে ভাল বোঝে ,
সে মধুচোষা মক্ষী -স্বার্থকাজে ।
লাভ নিয়ে প্রভাত হয় শুরু  ,
যদিও প্রভুনামে- মুখ্য ধারায়
কোন রূপ না কৃপণতা-আস্থায় ।

প্রভুর করুণা বরষণ মানব মঙ্গলে ,
যতই মিলুক জমিজমা ধন
ভরে না চিত্ত, তৃপ্তিতে মন ,
ফাঁক পেলে হানাহানি খুব চলে ।

অগ্নি-জল-বায়ু-মাটি , উপহার
উদ্ধারিতে মনুষ্যকূল প্রভু অপার  
বিশাল দান, চন্দ্র-সূর্য-গ্রহ-তারা ,
তবু না হদিশ সুখের কূলকিনারা
দূষিত গুণধর্মে শক্ত শিকড় গাঁড়া ।

তাঁর আশা সংসার জনার প্রতি
সুচিতা ভরা হোক শুদ্ধ মতি ,
কত দেখা অনৈতিক আচরণ  
মুষড়ে যায় প্রভুর অন্তঃকরণ ।
ফেঁসে, দায়িত্ববোধ যাঁতাকলে -
ভাবেন, পালাবেন সব ফেলে ।

(১৮-০৫-২০২২)