ভরে, চারিভিতে, চিন্তার ঝড় !
প্রখর প্রবাহমান আচার -বিচার ,
বিদ্বেষ অনাচারে, দ্বন্দ্ব, প্রলয় !
সতেজে সহিষ্ণুতা, তায় ক্ষয় !
সাথে হাজারো ভয়, সমাগত -
বিচার কালগহ্বরে যেন সমাহিত ৷


কদর্য অযুক্তি আচার, করিছে গ্রাস ,
সত্য আজি মুমূর্ষু ! ওঠে-নাভিশ্বাস ৷
বিচারে হাজারো দলাদলি, অবিশ্বাস -
অকারণে ন্যায়ীরে বাঁধিছে নাগপাশ !


নিষ্প্রভ, প্রজ্জ্বলিত সে জ্ঞান আলো ,
ঘণ অমানিশা যেন, ঘোর-কালো !
সরল শৈশব,যৌবন, তারা হতাশ ,
অনাচারে মলিন, ভরা যে বাতাস !


চিরযৌবন দৃঢ় বিচার, মূক-বধির ,
তূণেতে বদ্ধ তার, জ্ঞানবাণ-তীর !
সশব্দে গান্ডীব টংকার তোলে না ,
বাজগুলো আবদ্ধ, বাজতে মানা !
বিচার স্থির-নিথর, জড়বৎ কায়া -
বিচার রুক্ষ, অবশ, শূন্য মায়া !


কঠোর, কর্কশ, ক্রূর, আচার ,
ন্যায়ের চৌকাঠ পেরোয় না বিচার !
এক হিম-শীতল ,অভেদ্য আস্তরণ ,
ঢাকিছে বিচার আর ডাকিছে মরণ !
বিচারে, পাঞ্চজন্য আর বাজে না -
আচার- বন্দ করেছে, জয়রথ টানা !


দিকে-দিকে হতাশা অস্বস্তি পনা -
ওষ্ঠাগত প্রাণ, মুক্তি আনমনা !
বিচার ভূমিতে পড়ে আজি কাঁদে ,
ষড়যণ্ত্রকারী আচার, টানিছে ফাঁদে !


(ইং-১৬-০৮-২০১৭)