গাছে-গাছে শোভিছে- সে পরগাছা ,
মধুময় সুখ যেন-ভুগিছে বাছা ,আচ্ছা !
মূলবৃক্ষ রসটানে, নিজের তরে যতো ,
পরগাছা রস চোষে, তার সাধ্য মত ৷

সুশ্রী, জ্ঞানে-গুণে, আদলে সে আজ ,
সদাবাহার আচারে, সমাজের মাঝ !
লড়াইয়ের ময়দানে- পৃষ্ঠ দেখায় ,
নাই ভয় ! নেই লাজ- জয় পরাজয় ৷


রন্ধন যোগাড়েতে ,দেখা পাওয়া দায় -
পাতে বসে সবার আগে, ভুঁড়ি বাগায় !
অদেখা বরাবর ,সমাজের কাজে -
দিব্যি চলে বেড়ায়, গা-ভাসিয়ে মজে !


দশের প্রতি অবজ্ঞা, পিছু টান সদা -
সুযোগে ভাগের-ভাগ, বসায় জাদা !
চাল-চলন, হাব-ভাব, শান্ত আর শিষ্ট ,
রাখে প্রখর বুদ্ধি ,তায়-বার্তালাপ মিষ্ট ৷


পাকের পাকাল মাছ ! স্বভাবে যে হয়-
তিরস্কার অপমানের কোন নাই ভয় !
চাষীর জমিতে ভরা -অনেক আগাছা ,
তার ক্ষতির কারক,আঙনের পরগাছা !


(ইং-০৪-১০-২০১৭)
হিন্দী শব্দ, জাদা > অনেক, বহু ৷ আচ্ছা > ভাল ৷