অনেক হল নীতি-জ্ঞান শেখা-
বহু উপদেশ জীবনে দেখা ,
আমি যে পক্ষীরাজ ঘোড়া !
এখন ঘুরিতে চাই সসাগরা ।


ছেঁড়া কাঁথায় দাওয়ায় শুয়ে ,
স্বপ্নে, অচিনপুরে মনটা ধায়ে !
কত না রঙিন-স্বপ্ন, দল বেঁধে ,
প্রেম-ডোরে তারা মোরে বাঁধে !


লাগে না স্বপ্নতে ,তাল বাজনা -
দিতে হয় না বিশেষ খাজনা ।
রাত্রকালে ঘুম না এলে ,
মিতালী করি, গ্লাস- বতলে ।

স্বপন যে নয় ছাড়িবার পাত্র -
অঘোরে ঘুম, মেলি না নেত্র !
আমি মনের সুখে তরবেতর -
এই বুঝি হয়- ইচ্ছে সাকার !


আদুরে স্বপ্ন তারা যে আমার -
মঙ্গলে একদা ভরিবে ঘর ।  
এই তো হল ,স্বপ্নের ধন ,
স্বপ্নের দানে আমার জীবন !


(ইং-১৯-১১-২০১৭)