ফড়িং তাক
ধবল বক
ধরে খপখপ ,
হিমশিম খায়
গলায় বাঁধায়
করে হাঁসফাস
ওঠে নাভিশ্বাস ;
মুখ ঝামটা
ঘাড় নাড়া
লম্ফ-ঝম্প
গল কম্প
সবই সারা ,
ঢোক গিলে
শ্বাস ফেলে
বাঁচে তারা !


খানায় চ্যাং
নাই ধ্যান
ঘাসে খসখস্
ভাসে ভসভস্ ,
কালো জল
ট্যাংরার দল ,
হ্যাংলা মনে
পুকুর কোণে
গাবিয়ে দাড়ি
মুখটি নাড়ি
খায় কাড়ি কাড়ি ;
গেলে যা তা-
এটাই ওদের নাস্তা !


বাঁধা দড়ি
শক্ত ভারি
মগ ডালে ,
ঝুলা ঝোলে
ছোট্ট মেয়ে
ওঠে গেয়ে
দোল খেয়ে ৷


বেতাল বোল
ভাঙা ঢোল
ছেঁড়া খোল,
তাল ছাড়া
বাজায় যে কারা ?
ঝালাপালা কান
খুকীর বন্দ গান৷


বাঁন্দর ধেড়ে
লেজুড় নেড়ে
আমড়া গাছে
বেজায় নাচে
সদল বলে
ঘরের চালে ,
দাঁত খিঁচিয়ে
ভেংচি কাটে
মত্ত তালে
হুপ হুপ ;
ভর দুপুর
খেঁকী কুকুর
রয়না চুপ ৷


দু’পা আগে
সামনে ভাগে
পেছোয় ভয়ে
খ্যাঁক খ্যাঁকিয়ে
ঘেউ – ঘেউ ,
বানরের তাড়া
কুকুর ভিটে ছাড়া ;
লেজ গুটিয়ে
ভয়ে নেতিয়ে
ক্যাঁউ – ক্যাঁউ ,
দেখেনি এসব কেউ ! (শেষ)
(ইং-21-09-2015)