সিঁদুরে মেঘ দেখিলে -
ঘর পড়া গরুও ডরায় !
মেধা জ্ঞান বলধারী -মহামানব-
তখন, সে কোথায় লুকায় ?
দু’হাজার আট, বিশ্বে মহা মন্দি-
তা’, ছাড়াবে এবার এ নোট বন্দি !

মা লক্ষ্মী পেতে কতো না -কান্না,
পায়ে ধরে- উঠে পড়ে ;
সেই লক্ষ্মী আজ আগুনে পোড়ে !
আবার ফেলায়, সেই লক্ষ্মী নালায় !
ওদের দয়া আসে না হৃদে -
কী করে আগে মিটিবে খিদে ?

এটা, সময় দেয় আভাস -
আগে লাল বাতি জ্বলে, -সর্বনাশ !
সত্তর বছর ধরে আদর্শ, ছারখার -
এথন উন্নতি চায়- আধুনিক হবার ?
বুনিয়াদি শিক্ষার বড়ো অভাব-
শোষণ নীতি যার মুখ্য স্বভাব –
বংশে যাদের পড়ে নি কালির জল,
বলো, এই নাও বিদেশী গাড়ী -
সত্বর যাও শ্বশুর বাড়ী !
চালাও ত্যেজ -আরো অনর্গল ৷
গীত গাওয়া প্রবল- ধরো ডিডিটল -
ভাঙা যে আল -ধ্বংস ফসল !

ঐ দু’হাজার আটে !
ভুলি নাই মোটে-
যদিও সল্প সঞ্চয়ে পাই মাপ -
এবার করি সর্বনাশ মন্ত্র- যপ !!....
(ইং-২৪-১২-২০১৬)