সব রকম খবরের ভপু-
তারা গেড়েছে স্থায়ী তাবু ,
নয় সে কখনো কম জোর-
সকাল রাত-দুপুর ছড়ায় খবর ৷
রয় না সবুর মচায় শোর -
বেদম ধারদার ত্যেজ বেশী জোর ,
পাতা ভরে সমস্ত নোটের খবর !
একই যথা সেই সাদাকালো কথা-
ভপু শুধু মেনে চলে সরকারী প্রথা ,
প্রায় টিভির পর্দায় আসে নেতা -
সব সদা কল্পনার স্বপ্ন বিক্রেতা !
তারা বারবার বলে একটাই -
এটা নয় যুদ্ধ ! আস্থার লড়াই ৷
পূরব পশ্চিম উত্তর দক্ষিণ -
কোথাও দেখি না দুর্দিন ,
তবু হীন, যেন দীন, কেন ক্ষীণ ?
কী না মহাসুখে তোমরা সবাই -
এসো চিরসুখী জন, হাত মিলাই ৷
ঘুষ এবার হয়েছে ফুস -
কালো হয়েছে সাদা -
দাদারা আজ ঘরে নেইকো ,
আনাচে কানাচে গাঁদা ।
কাজটা যদি করা হত -
বছর চল্লিশ আগে ,
আমরা হতেম শ্রেষ্ঠ সবার -
অপর দেশ কোথায় লাগে ?
বাঁচার শুধু এটাই সেরা পথ-
সবে মিলে আজ করো শপথ !!..
(ইং-২৯-০১-২০১৭)