দেশের আর্থিক প্রগতির-
মুখ্য তার খেল্ ,
অতি ভারী দরকারী-
অশোধিত কাঁচ্চা তেল ৷
বিনা জলে ক্ষেতটা-
মাঠে ভরে কুটো,
রাষ্ট্র যন্ত্রের চাকায়-
তেল ভরা থাকায়,
ভনভনিয়ে ঘোরে চাকা দু’টো ৷
দেয় নাড়া বহু সাড়া ঘূর্ণিটা -
গাড়ী চলে বেশ জোরে -
মাড়িয়ে সব রকম কাঁটা ৷
চালক রয় সুখী-
আর হৃষ্ট-পুষ্ট -
চালাতে হয় না ,
কোন তার কষ্ট !
দেখা যাক এবার-
তেলের কতো ধার-
নব নীতির সজ্জন-
অহরহ গান মধুর গাজন-
পাই না গর্জন !
শুনিনা ক্রন্দন ?
ঐ জন সাগর !
তারা নহে মোর পর-
তারা অসীম ধৈর্যধর !
সস্তা তেলটা -
খুব করে তায় -
আমার কালেতে যেন,
মা লক্ষ্মী সহায় -
এবার বাঁচি যে হায় -
উভয় অভয় বরদ হস্ত-
রাখিয়াছে মা- মস্ত-
সুসময়ে আমার ও মাথায় !
নোট বন্দিটা তায় -
আমার জান বাঁচায় ,
ভাগ্য বড়ো সদয়, এসময় !
নতুবা এই নোট বন্দি ,
খাটিত না কোন ফন্দি-
অজুহাত আর উপায় -
সংবিধানের কোন ধারায় !!
সস্তা তেলটা যে রক্ষক সমা-
তবুও এ যাত্রা নরেন পাবে কী ক্ষেমা ??
মনে হয় ইতিহাসে রবে ক্ষোভ জমা!!!....
বার > আঘাত
(ইং-০২-০১-২০১৭)
কাঁচা তেলের দর ডলারে----- পেট্রোল দর টা. >
13-07-07----74.00 20 07----46.41 ( প্রতি
03-07-08- --145.16 20 08----48.65 ( লিটারে
28-12-09----78.67 20 09----43.37
09-12-10-----88.35 2010-----50.98
21-04-11---- 111-72 2011----- 61.47
24-02-12----109.39 2012---- -68.97
14-09-13-----98.94 2013-----72.68
06-09-14---- 110.62 2014-----73.70
2015---- -61.01 2015-----74.42
16-02-16- --- 29.04 17-12-16-----66.50
01-01-17---54.05 02-01-17--77.08(bom)
আগের সরকার যখন কাঁচার দাম 145 ডলার (ব্যরল)2008. ৷ তখন পেট্রোল 46.65 টা.করে দেয় ৷ এখন কাঁচাটা 54.05-আমরা পেট্রোল পাই 77.08 টাকায় লিটার ৷ কী ভয়ংকর শ্বাসন ব্যবস্থা ! যদি এখন কাঁচা-145 হয় -বর্তমান কতোতে অপর জিনিস পাব ৷ তখন কার Price Index ধরিলে ! (সূত্র ইন্টার নেট) ৷