কাল ধবল হল সফল নোটটা বন্দি,
এবার দেশ হয় মান্য, কর্ম শূন্য মন্দি !
কানাই এর বাঁশি বাজে জমুনা তীরে -
কিষান সখীরা আসে কাতারে-কাতারে-
জর্জরিত হৃদয়ে লোন মাপের তরে ,
মোহিত নির্বাক আরো অবাক তব সুরে  !
অধীর মনে তাকিয়ে তারা কেষ্টার পানে -
এ সুর অন্তর গভীরে, বারে-বারে টানে ,
কদম ডালে কেষ্টা গাহিয়া যায়-
এখন গরীব উন্মুলোন, সুখের সময় !

সব সমস্যা শেষ ! হও আত্মহারা-
চাকরী চায় না আজ, কোন বেচারা !
কেহ আর খায় না ঘুষ-
থালায়-থালায় শব্দ হাপুস-হুপুস !
কোষাগার খোলা টাকার মেলা, ছড়াছড়ি-
মনের মত পার যত, কেন গাড়ী-বাড়ী ৷

এবার সবার দিন ফেরা অতি দরকার,
থাক মস্ত হয়ে সুস্থ্য বিভেদে বরাবর ৷
ঘরের মায়া আঁকড়ে যারা ধরে
মিথ্যে মোহ ছাড়, চলে যা ভাগাড়ে !
ধানে চালে ভরা, লবালব দেশের গলা ,
ব্যাঙ্ক খোলা লোন নে মেলা
ব্যবসা কর, শূন্য ক্যাসে, নেই ঝামেলা
শীত গ্রীষ্ম বর্ষা , মিটিবে জ্বালা !

ঘরে-ঘরে আজ বাজিছে সাহনাই -
কান্নার রোল যদিও থামে নাই !
কয়লার রং আর নয় গো কালা ,
উজলা ধবলা নির্মলা মেলা !
নোট বন্দিটা কোরো না হেলা-
এ কালার প্রেমের জ্বালা ,বাঁশির খেলা !!...
(ইং-১১-০১-২০১৭)