চির দিন এক কাটে ধারে-
আর এক কাটে ভারে ।
একদিকে ট্রম্প এর ভারী দাদা গিরী ,
অপরদিকে ধারী হিলেরী বেচারী হারী !
তেরোশত পঞ্চাশ কোটিতে ট্রম্প অভিষেক ;
বিশ্ব জনতা দর্শীবে ভরিয়া হৃদয়ে আবেগ !
তার পাঁঠা যেখানে সে কাটে কাটুক-
তুমি কোন ক্ষেতের মূলো হে ভাবুক ?
“হাতি ঘোড়া গেল তল  
ভেড়া বলে কতই বা জল!”


ডলারের সাথে টাকার দাম কমে -
তালে-তালে আমার ও আয় নামে ।
আগের মত লাভ নাই ,
অধুনা দেশের ব্যবসায় ঘাটা তাই !
বলে-“এটা বিশ্ব নীতি -
মোদের মুফতে অর্থ দিয়ে করো প্রগতি।”
আমরা ওদের কথায় মাতি -
উপরে আমরা নির্বিরোধ জাতি !


কোথাও হলে তুফান ভূকম্প
আমরা বাড়াই না লম্ফ-ঝম্ফ -
বাজাই না জয় শঙ্খ !
ডাকিলে ও বান, পাঠাই সেখানে ত্রাণ।
পড়শীর ঘরে লাগিলে আগুন -
পাই না চির শান্তি-শকুন !
মুমূর্ষুর পাশে বাজাই না ঢোল-
গাহি না গান আবোল তাবোল-
তবু দেখি না দরিদ্র ইথিওপিয়া ,
আরো ক্ষুধার্থ কতো যে সোমালিয়া !
ধারে ও ভারে সদা চলে মেলার বোল ,
শিশুরা শেখে এধারা চিরকাল অনর্গল !!.......
(ইং-২০-০১-২০১৭)