সময় ও অবসর বিলায় না উধার-
বড়ো কঠোর মনোভাবনা তার ,
তবে দয়া হলে ওরা, যায় গলে ;
কলকল বেগে- মঙ্গলে, সাথে চলে
কখনো তারা যায় শেষ সীমায় !
দয়াধ্বজ নড়ে তার ইশারায় ।
মুক্ত করি ভয় করে তারে  জয় ,
যে কিনা জন সেবায় রত রয় ।

নচেৎ করে না ভ্রূক্ষেপ
অযথা বাড়ায় মাথা ব্যথা ,
কুকর্মে অধর্মে মাতিয়ে থাকাটা যথা ;
তবে কাতরে করিলে আক্ষেপ-
তারা গুটায় সে শক্ত পদক্ষেপ !
যতো করিবে চালাকী
পাছে দেখ তার জ্বালা কী !

তবু যারা ধরে অতি বুদ্ধি-
তীব্র বলে, করিতে জীবন বৃদ্ধি ;
যতোই দৌড়াও হদ্দমুদ্দি,
হতে দেবে না তারা মতিশুদ্ধি !
একটাই পথ, করিলে শপথ ;
দোষ গ্লানি করিলে স্বমূলে উৎখাত ।
একান্ত আপন মন সনে-
ক্ষমা যাচে যে নিজ মনোপ্রাণে ,
অন্যথা ! ক্ষমে না অন্য কোন কারণে ।
(ইং-২২-১২-২০১৬)