এক বস্ত্রে, কাঁধে ঝুলি-
মুখে শুধু সু-উপদেশের বুলি ,
সন্যাসী সে, ঘোরে দেশে দেশ ;
কথাটা আসে এক দিন রাজার সকাশে ৷
রাজার বড়ো প্রতাপ-
প্রজা আঁচ পেয়েছে তাঁর উত্তাপ !
সিকি প্রজা রত হয়ে জাসুস ,
রাজা সর্বদা সন্দেহ বাতিক ! অখুশ ৷
তাই,বাকি আধা পাঠায় সেনায় ,
যদি ও রাজা প্রচুর ভরে, দেনা- পাওনায় !

রাজা এক মহা সভা ডাকে ,
হাজির করে ধরে সাধুকে ৷
রাজা শাসক আর স্বয়ং বিচারক ,
কোন কাজে সে নয় অপারক !
সর্বঘটে সব কাজে-
রাজা যেন জ্ঞানবোধে থাকেন মজে ।

তিনটি প্রশ্ন রাজা সাধুকে শুধায় ,
এই-ব্যাটা, বল ?
দেখছি নেই তোর সহায় সম্বল-
কেমনে চলে জীবনখানা ?
সাধু,-ভিক্ষা করে যা পাই, তাই খাই -
সবার মঙ্গল তরে বাঁচাটা যে চাই ,
এমনি যত আরো কত ধারণা-
এটাই একমাত্র মম সাধনা ।
রাজা,-বাঁচার তোর কারণ কী ?
সাধু,-আমি শুধু নীতি-জ্ঞান শিখি৷
রাজা,-জ্ঞান দিয়ে কী হয় ?
সাধু,-সঠিক জ্ঞানে দেশ হয় সুখময় ৷

তৎক্ষণাৎ রাজার ফেরে হুঁশ ,
সত্যি এ ব্যাটা, নির্ঘাৎ  ’পর জাসুস !
আদেশ করে !¨এর নিস্তার নাই ,
ওকে ধরে কর জবাই !”
(ইং-08-04-2016)