ছাই এর গাঁদায় পাওয়া সোনা -
তবু তারে যায় গো ছেনা ,
গাঙের জল প্রায়ই নোনা-
সবার কাছে পানেতে মানা ।
ভুলোরে পথ যতই দেখাও -
সুধরাবে না সে, দেখো তাও !
বার-বার কয়লা জলে ধুলে-
ময়লা কি যায় সে সমূলে ?
ধার পেলেই কঠিন ইস্পাত-
হয় চকচকে, ধার অগাথ ।
করিগরী শিক্ষা হাতে নাতে -
ভরসা প্রচুর রোজগার পেতে ।
তবে, তাসের নিয়তি শেষ-
আস্ত জীবনটা ধূলোয় বেশ !
নটে শাকের ট্যাংরার ঝোল-
ঘেসো চিংড়ের টক্ আম্বল-
লাল বাতিটা শিয়রে রেখে-
অনেকে তরল টেনে, স্বপ্ন দেখে !!...
(ইং-২৪-০১-২০১৭)