এরূপ মানেটা দাঁড়ায় দোল-
ও-গো ? এবার মনের দ্বার খোল্ ৷
খা,কষে- ভাঙের ঝোল -
বেরিয়ে খুব করে বাজা ঢোল-
সবারে পেতে দে প্রেমের কোল-
মুখে বলো, গড়ে হরিবোল !
ভাঙের নেশায় নেই যতন-
সারি , দু’চার গেলাস ! গলাধঃকরণ -
আমার ও ফোটে ! দু’দশ- বোল
যত্তো সব আবোল তাবোল !

পাঠাগার ঠিক ঘরের পাশে -
সম্পর্ক নাই বারটি মাসে -
সারাদিন তাস মেলি থাকি বসে,
বেড়াই সদা বঙ্গে, রঙ্গে হেসে ৷
রাতে বেজায় যে ঘুম আসে -
সবে কতনা- মোরে ভালবাসে !
হামাগুড়ি দেই মাঠে-
খেলোয়াড় সুট-বুটে
ফাঁকা মাঠে মারি গোল-
খাই ঘুঁসি চিংড়ের ঝোল ,
আমার আবার মুখ্য বোল -
এবার দেশ চাঙে তোল -
সকাল সন্ধে বাজাই ঢোল-
সুরে ,জয়ো-জয়ো রোল !

হাতে হ্যারিকেন মাথায় ছাতা-
ঘুরি গাঁয়ে এমাথা –ওমাথা ৷
মূর্খ বলে, আমি পাগল -
তবু, মারি না কারো ছোবল !
তবে নিশ্চুপ স্ফটিক সমা-
শুধু দেখাই করিয়া ক্ষমা ,
আমার উল্টো পরাটা জামা ,
ভাঙের নেশাটা- বড়ো জমা !!

(ইং-০২-০১-২০১৭)