রস ঘরে, জী-ভরে -
নেয় সেরে, সুখ করে ;
যতো পারে সময় ধরে -
থরে-থরে, কাপ পুরে !
অধিক ঢেলে ঢেকুর তোলে ,
তালে তালে মাথা দোলে ;
শিরায় সায়, ছন্ -ছন্ -
মাথা কপাল, টন্-টন্ !
পেট ভরা, আত্ম হারা ,
মন সারা পাগলপারা ;
যত জন, দেখে বন -
ক্ষণে মন উতলা কেমন!

পথ চলা, মন ভোলা -
ঢিলে লাথি ,করে খেলা ;
হোঁচট খায়, ব্যথা পায় -
পথের কাছে ক্ষমা চায় !
বলে,-রাস্তা ? পথ ছাড় -
এবার লাগলে- ভাঙ্গব হাড় !
তোরা কেন থাকিস পড়ে -
সর্ ,এবার- নড়ে-চড়ে ৷
ঘর নাই ? শুয়ে তাই !
তুই যে আমার বড়ো ভাই !!

পড়ে নালায় ভরে কাদায়–
মাছি সেথা ভন্ ভনায় ,
তারা মুখে গান গায় -
সে খাতিরে ! পড়ে জ্বালায় !
কুকুর গুলা শুখছে ধূলা ,
বাগিয়ে তারা লাল নোলা ;
মদুয়া ওড়ে, কাদার  চাদর-
কুকুর চায় করিতে সমাদর !
মদুয়া ডাকে, কাতর স্বরে -
ওরে, কুকুর ? বলছি তোরে -
দিসনে ধোকা, ফেলে একা -
আর হবে না তোদের দেখা ,
সুথ নাই মোর একলা পড়ে-
কেন ওরে, দাঁড়িয়ে দূরে ?
কুকুর যে নয় হতভাগা !
তারা চাটে মদুয়ার গা !!....
(ইং-১৬-০৪-২০১৬)