হাতে খড়ি, সরস্বতী পূজোয়-
শুরুটা, শিশুর পিঠ কুঁজোয় -
তৈরী তার ক্ষয় ,খেলার সময় ,
তাড়ায় তাকে পড়ার ভয় !

চুরিটা শুরুয়াত- বাপের পকেট-
পরে সাফ করে, গয়না, লকেট ৷
মিথ্যার শুরু- উকিলের স্বেচ্ছা-
জীবন শেষ হয়, ঘাঁটিয়া কেচ্ছা ৷

দৈন্যের শুরু- পেটে বাঁধা গামছা ,
শেষ পর্যায়- ঘাটেমাঠে পড়াটা মূর্ছা!
খরার শুরু, শ্রাবণে, ঘুঘু ডাকা -
অভাবে বাড়ী-ঘর ,সব হয় ফাঁকা,
শৃগাল ডাকিয়া সববিনয় জানায়-
শীতের মরশুম-বড়ো হাড় কাঁপায় ৷

বিভেদ সৃষ্টি- শুরু যার ,ফষ্টি-নষ্টি,
তার শেষ -রক্তা রক্তি, যেন বৃষ্টি-
যুদ্ধের শুরু গোলা-বারুদ দিয়ে ,
পরিণাম তার প্রলয়, অন্তিম যেয়ে ৷
ধরা কাঁপিয়ে বুঝায়, হে-অবুঝ,-
ধ্বংস করিও না চির সবুজ !

নেতার জীবন ভূয়োতে শুরু-
পরে ,বাক্স-পেটারা, লেপে-হয় পুরু !

(ইং-২৬-১২-২০১৬)