মনেতে ধারণ,ভয় অকারণ-
বিরাজে মম মনঃ- অন্তকরণ ,
মূঢ়তায় বাঁধিয়া সারাটা জীবন -
ঐ, পরাজয়কে করি আমত্রণ !
সারি সুযোগের অলস অপচয়-
মূল্যরে করি বৃথা ক্ষয় ।
নিজেরে সাধিয়া একক ঔজার -
গড়ি, অচল, খল, নিষ্ফল ,বাজার ।
মনের বিকাশ,সাথে বাস, অন্ধকূপ-
চাহিদা প্রকাশ,অক্ষয় অপরূপ !!
আদরে সাধনে ঢালি- জল-
অদেখা, আবির্ভাব সর্বনাশ বিষফল !
ভাবি,জগৎ মাঝে- ঘোর আঁধার -
দেখি অধমে-অধমে ভরে একাকার !
ভাগ্যাকাশে হাসে , দিবসে তারা -
নিজ হস্তে জীবনটা করি সারা ,
ভাবনার তল অজানা অতল -
আত্যহত্যারে ভাবি শেষ সম্বল !!
(ইং-২৩-০২-২০১৭)
(একপক্ষ কাল অনুপস্থিত থাকিব,
প্রিয়দের কাছে ক্ষমা প্রার্থী । ধন্যবাদ ।)