এক, পদহীনের হতাশ কাহিনী-
সে সর্বদা পথে বসে ভাবে ,
যদি থাকিত সবল, পা-দু’খানি -
তবে ? দেখিয়ে দিতেম এই ভবে !
এমন কোন ধাবক-
ভারতে বুঝি নাই ?
বিশ্ব খেলায় দৌড়ের পুরস্কার -
পায় না বুঝি তাই !
আমিই একমাত্র, ভাঙিতে ঐ ঝুট্ -
প্রাণপণে ধাবিয়া শ্রেষ্ঠ হতেম -
হেথায় !ভারতের জয় মুকুট -
আমি এনে দিতেম ৷
উসেন বোল্ট ও হার মানিত
আমার ও কাছে -
সর্বদা সে দৌড়ে থাকিত ,
মোর পিছে-পিছে !
কিন্তূ হায়,এসব হবার নয় -
অক্ষম মম পা- হবে না জয় !
পদ বিনে শক্তি হীন আমার -
বঞ্চিত তাই পদক আনার !
ভারতে শতকোটির-অবস্থান
সবল দু’টি পদ, বিদ্যমান ;
পড়ে নাই কার ও টান-
ফিরে পেতে সে- লুপ্ত সম্মান !!
(ইং-২৪-০২-২০১৬) গোপাল চন্দ্র সরকার