এক বেকার যুবক, সে হয় মর্মাহত-
কোমল মনে তার, বাড়ে যতো ক্ষত !
দু’নয়নে ভরিয়া শ্রম বিমুখ-
সম্মুখে সদা হেরে অকেজো শ্রীমুখ -
সক্ষম কত যে লোক,হায়-
অযথা- বৃথা, সময় কাটায় -
দুঃখ হয় ,দেখিয়া অপচয় ,
শুধু ক্ষয় অমূল্য সময় !
দেশের উন্নতি কী করে হবে -
আসিবে তাপ-শোক, আর কবে ?
শুনিয়াছি চাকুরী জীবি –
সময় সে পায় না ,
সমাজের কাজে নাকি-
তারা যায় না !
আমার একটি চাকরি হলে-
দৃঢ় করিতাম পণ -
সমাজের কাজ গুলি –
গুছিয়ে নিতাম করে আপন ৷
আমি দিতাম আট ঘন্টা
দপ্তরের কাজে-
বাকি আট দিতাম আমি
সমাজের মাঝে ;
বাকি আট- থাক পড়ে-
শয়নে আর ব্যসনে ,
এ মহান চিন্তা ছিল-
সব সময় মনে ৷
কিন্তূ হায় ! হবার নেই তাই-
এখনো যে আমার
চাকরী হয় নাই !!
কত জনার রোজগার আছে-
সময় ও আছে তার -
সমাজের কাজে সবার ,
পাওয়া বড়ো ভার !!
(ইং-২৪-০২-২০১৬-রবিবার)