ভাবনায় ভরা সসাগরা
বিবেক আবেগ নিয়ে যারা
বাঞ্ছা, মনোভাবনায় অচঞ্চল স্থির,
সদা বিরাজে যেন উন্নত শিরঃ ৷
চিন্তিত দূরভিতে ভাবনা ক্ষত-
সাধে, সাধনা অহরহ কতো ,
মনের গভীরে জীভরে
অতল জল আরো পাতাল-
অনল জ্বালা বাধা প্রবল-
তোলপাড় করে সম্মুখ সমরে,
রাখে আদর্শ বিচার পবিত্র ধড়ে ৷
ওরা কারা? রূপে বিভৎস যারা-
গড়িছে ভাবনা- ভিতে অন্ধ কারা!
জোরালো ধারালো কেন উদিল-
ঐ তুচ্ছ ভাবনা, একদা জয়ী হল ?
ভাবনার বন্ধন হয়তো তরল, জলো-
তবেই অকেজোরা মনে ঘুণ ধরালো,
শানিতে হবে কঠিন পাথরে -
জাগুক ভাবনা, অটুট বাঁধন ভরে ৷
(২৫-০২-২০১৬)