ভাবনা সাগরে ভাবের ঘোরে
হৃদয় যাহার আশায় ভরে
পাহাড়,বন-মরু-নভ-জল -
তথা বিচরণ যার ভাবনার চল ,
বিচিত্র আবেগে নিজেকে পেয়ে
আনন্দে মাতে নেচে গেয়ে ৷
সমাজের বুকে স্মৃতি রাখিতে
প্রীতির বাঁধন হয়না বাঁধিতে ,
সদা শিব ! রত, গাজন-বাজন
যেন স্বয়ং মজে সুখের রাজন !
আপন স্বজন হীন প্রয়োজন ,
নিজসুখ যার মনেতে পোষণ ;
ভাবনা ভাসে স্বপন মাঝে
উদাস ধারা প্রতিটি কাজে ,
সর্বকালে জগৎ বেড়িয়া
কত যে হৃদয় আছে ঘিরিয়া ৷
ভাবনা যাদের আকাশ কুসুম
রাতে পাড়ি জমায় ,অঘোরে ঘুম !
(ইং-০১-০৪-২০১৭)