মানব হৃদে গ্রথিত, প্রতিদ্বন্দ্বী প্রবন
মনুষ্য স্বভাবে শোভে সে আচরণ ,
অহম, আরো করে তারে পোষণ -
এ ভাবে ভারাক্রান্ত মনঃ অন্তকরণ ৷
কোথাও বিচ্চুতি কিছু খুঁজিতে-
তোলপাড় করে তার জ্ঞানভিতে ,
স্বার্থের মনগড়ন ভাষা মালা -
পূর্বের ভাবকে করিবে হেলা !
পুনঃ টানে অচল কতনা শব্দজাল ,
যুক্তি-তর্ক, ভাবে, ঢাকে-ধূম্রজাল ৷
ভাবার্থ ভ্রমিত দুর্বোধ্য প্রবল
স্বার্থ স্বরূপ পাণ্ডিত্য কেবল !
যুগ-যুগ ধরে এ দ্বন্দ্ব পরিবেশ
সত্য অজানা, অশেষ সন্দেশ ,
প্রকৃত তবু রয় ,অবোঝায় ম্লান-
কর্ম সারা হয় ভ্রমিত জ্ঞান ৷
(ইং-০১-০৪-২০১৭)