রাতের পাহারায় স্থিতি প্রায় কৃশকায় ,
কাজের ঝামেলায় শান্তি বুঝি পালায় !
জ্বালায় ধরি নানা উপায় ,
কী সে বিষয় ? সুখের চলায় ৷
বর্দীটা চাকরিতে পরেছি খাকী ,
স্বভাবটা তাতেই বা হয়েছে কী ?
অপরের হাবভাব দেখি যা বাকি ;
তারা মহাচতুর, নয় তুচ্ছ নেকি !
মন্ত্রী, বড়োবাবু, ঐ যে পাড়ার হাবু ?
তারাও উপরের আয়ে খাচ্ছে হাবুডুবু !
আমারে এমনি কত যে দেয় ,
তারা শোনে না কোন মানায় !
কেন নেব না, কে করে মানা ?
সবার সব তা’ আছে জানা ;
না করিলে মেলা নানা-খানা ,
এ যুগে কোন মতে চলা যায় না !
ঐ যে ভোটার, ওর সময় কাটার-
ভোটের পর ফুরসত নেই ব্যাটার !
সে ঘরে বসে সারে যতো সুখ-
অপয়া উঠাক, দাবি-দাবায় দুখ ,
ভাবনা, দায়িত্ব এবার শেষ-
নেতার ঘাড়ে বহিবে দেশ ৷
থানায় এসে নালিশ জানায় -
দশের কাজে কে পড়ে ঝামেলায় ?
কিছু অর্থে মিটুক এ বেলায় ৷
এমনিতর কতোর কর্ম ভাবনা ,
কেন ঠেলিব উপরি পাওনা ?
সময় অসময় রাত দিন-
করি কঠোর করণীয় প্রতিদিন ৷
কতো অকেজো থানায় করে ভিন্ ভিন্ ;
ওদের আচরণে গা করে শিন্ শিন্ !
তবু সমানে কাজ করে যাই -
এর জন্য তো চাই, উপরি কামাই ৷
দোষ আমার হালে !
নেতা যখন জনতা ছলে ?
আমিও নেব তলে তলে ,
কথনো ব’লে, কখনো অতলে ;
কখনো বা টেবিল তলে !!
(ইং-02-12-2015) গোপাল চন্দ্র সরকার