কিছু অকেজো প্রশ্ন নিয়ে-
উত্তর খুঁজিতে যেয়ে ,
রাতের পর রাত, না ঘুমিয়ে-
শরীর যায় অযথা নেতিয়ে !
অনিদ্রা রোগ ধরাই -
ভাবি, প্রশ্নের উত্তর কী সত্যি নাই ?
সকালে আয়নার সামনে দাঁড়াই ,
চোখ ছানাবড়া ! দেখিতে পাই-
আরশিতে দু’চোখে লাগে তাক-
সাংঘাতিক কাণ্ড, হই অবাক !
এত দিন মনেতে যাযা সাজাই-
সম্মুখে উত্তরগুলি খুঁজে পাই !
একি ! দর্পণে ওসব বা কী !!
প্রতি প্রশ্নের উত্তর দুই দু’টো নয় কী ?
বিদ্যান,- মুখে তার অজস্র বিপ্লবী শ্লোক,
অপর- - পরহিতে চায় না সে,
হোক তার দুর্ভোগ !
দল,--- যেন, দেশ উদ্ধারে ইচ্ছে প্রবল ;
অপর –- প্রাধান্য ,যেন নেতার দল
ভরা স্বার্থ, পেশী বল !
নীতি,– -নেতা, মানানোর তরে সবারে
কাকুতি কতনা করে ৷
অপর,-- নেতা নিজেই মানে না ঐ নীতি ,
মানে নিজেরে ঐরাবত হাতি!
নেতা,- -শুধু টানে পরিবার ভ্রাতা ,
অপর,- উপদেশ দেয় হেথা-হোথা
যেন দীন-দুঃখী ত্রাতা !
রাজধর্ম,- ব্যক্তি মুখো নেতার নিজ মন্ত্র ,
অন্যদিকে-ঘোষণা, যেন চায়, সমাজ তন্ত্র !
কর্ম,---- নেতার ঠাঁট- অপচয়,আড়ম্বর ,
অপর-- অপরকে বুঝায় আবার
করো সঞ্চয় ,বারংবার !
শিক্ষা,----যেন নীচ কর্ম, ছল-চাতুরী ,ধোঁকা-
অপর দেখি –ন্যায়ীরা যেন ব্যবহারিক ফাঁকা !
ধর্ম,---- প্রচারক, নিজে ধর্ম না আচারী,
অপর,-- পরকে বলে, হও সদাচারী !
উত্তর দেখে দু’বিধায় পড়ে যাই-
বারবার আয়নাটা মুছি তাই ৷
অতি কষ্টে দু’টোর সঠিক গেল জানা-
মাঝখান, আড়াআড়ি ভাঙা ছিল আয়না !!
(ইং-06-04-2016)