সমাজ চায় না হাবাতের ভিড় ,
তবু তারা চলে, উঁচু করে শির ;
সদা নিত্য উদর ভরা -            
তবুও বিকট খাওয়ার তাড়া !

জঠরাগ্নি জ্বলে না পেটে-              
ক্ষুধায় কাতর নয় সে মোটে !
চাহিদার বস্তু, সবই জোটে -            
পেতে হয় না গায়ে খেটে ৷
            
সর্বদা খায় দুধে ভাতে  
খেয়ে ও খাই -মেটে না তাতে
অপচয় করে ভুখ মেটাতে ,            
ধরণ তাদের রয়ে হাভাতে ৷
          
ভোগে তাদের এমনি বাহার
পঙ্কিল কাজে মানে না হার -          
অল্পে তুষ্ট নয় সে হবার ,  
সখ পোষে সে ছিনিয়ে নেবার ৷

হাভাতের আচরণ রাখিয়া সঙ্গে
ভক্তি চরমে অতি তুঙ্গে-
সৌম্য আভা ভরিয়া অঙ্গে ,
তারাই বাজায় বিজয় শিঙে !

পেট-গোদামে জায়গা নাই -          
মতি যেন, খাই-খাই ,
হাবাতের মতো আরো চাই ,          
জড়োর তাগিদে বাঁচা যে তাই ৷

মিষ্টি-মিঠাই সুস্বাদু ভোগ-
ওদের ভাগ্যে উত্তম যোগ ;
অস্ত্র তাদের মহা অমোঘ ,
ছল-চাতুরীর নিখুঁত সংযোগ ৷

সর্ব কালে তারা যে রয় ,
ব্যাঙের ছাতায় বৃদ্ধি পায়-
ক্রমে বাড়িছে তাহার মান ,
অতি অদূর ! থামার নিশান !!

(ইং-২১.০২.২০১৬-রবিবার)