কি-সে পরিস্থিতি ? ক্ষুধা,যন্ত্রণার ,
দেখি, কতোর স্থিতি সুমার* ৷
আজন্ম, কাম্যটি, চাই উন্নতি ,
পবিত্র প্রাণে, আলোর জ্যোতি ৷


কোথাও ধরেছে প্রচণ্ড ফাঁটল -
মহা অভাব ! পিপাসার জল !  
কোথাও সম্বৃদ্ধির, তুফান সাগর -
কোথাও নরকের, আঁতুড় ঘর !


কারণটা তবু , হয় না শেখা ,
সমতা উধাও, যায় না দেখা !
সময় এসেছে, করিতে মন্থন -
চেষ্টায় মেলে, অমূল্য রতন ৷


ধরো, নজর উঁচু, তীক্ষ্ণ-বাজ-
গর্জনে জাগো, সমাজ মাঝ ।
মানব নয় মেধাশূন্য! হীন-দীন ?
পাষাণ পিষিছে সে, প্রতিদিন ৷


স্বার্থরে করিয়া দমন- হেলা-
নয় অপচয়,সময়- মেলা !
দেশ ,সমাজ, মানবহিত -
গড়িতে হবে যে সুদৃঢ় ভিত ,
সুদিনের ভরসায়, সদা মন -
গত ভাবনায়, নয় ক্রন্দন ?


চেতন শূন্য- হলে প্রাণী -
কানামাছি যেন বাঁচাটা জানি ৷
বজ্রমুষ্টি নির্ভয়ে, করিয়া তাক ,
করো কর্মে , সবারে অবাক !
কেন হবে না ? নবোদয় !
বিজ্ঞ কেন সে, পিছে রয় ?


(ইং-০২-০৮-২০১৭)
(হিন্দী শব্দ) -সুমার  > ব্যাপক, পিরিস্থিতি, প্রভাব ,