দক্ষচালকের হাতে সুতো লাটাই ,
আকাশে সুন্দর ঘুড়ি ওড়া তাই ৷
পড়া পথের মোড়ে ,জগদ্দল পাথর !
দশ জনে পারে তারে, স্থানান্তর ৷
একা হাঁটিতে শিশুটি,পায় যদি ভয় !
হয় নির্ভয়, কেহ হলে তার সহায় ৷


গণতন্ত্রে সবে, হাতে হাত ধরে -
অবশ্য গরীব উদ্ধার ! হতে পারে ৷
সমাজের কুৎসিত, কালিখ আচার -
চাইলে নির্মূল হয়, তার চেহারার !


মুষ্টিমেয় অত্যাচারী, খল-নীচ-জন -
সতের সতেজ দণ্ডে ,হবেই দমন !
সহস্র উদার হস্ত, রত যদি কাজে-
অভাব-অনটন নয়, সমাজ মাঝে ৷


কর্ম নিয়ে কাজেতে সদা অছিলা -
অসাধ্য জেনে। ফেলে রাখা মেলা ,
দেখিয়া কাজ, গায়ে ধরায় জ্বালা -
নষ্ট সুসময়, করিয়া তারে হেলা ৷


অধুনা ম্যাসিন আর উন্নত জ্ঞান -
কেন আসিবেনা দেশে, নবজাগরণ ?
প্রেম-ভলবাসায়, ঐক্য মন্ত্র নিয়ে ,
মিলে, নর-নারী, সহকর্মী উভয়ে ।


সততায় যে দেশ, সমতা ধর্ম মানে ,
প্রকৃত, সত্য পথ, উন্নতির জানে ৷
জ্ঞানী মানব কক্ষনো, নহে অবুঝ ,
দেশে ভরে শান্তি,বোধদয়ে সবুজ ৷


(ইং-১৭-০৮-২০১৭)