মম জাগরণ, সেই আদিম, আগে ,
দেখিনা অধুনা চমৎকার,-ঐ যুগে ;
গভীর অরণ্য, ভরা প্রকৃতি সম্ভার -
ক্ষুধায় জীবজগৎ করে না হাহাকার ৷
নয় হিংস্র, তুলনায় দেখি অধুনায় ,
আকারণ মাতে না ধ্বংস ধারায় !
এক শান্ত, শীতল, সমৃদ্ধ ,ধরাতল -
প্রাণবায়ু সজীব, সমগ্র বনাঞ্চল ৷
কী গভীর নেশা, আনন্দ আমেজ -
জীবন বহে প্রফুল্ল চিত্তে,- সতেজ ৷


নেই লুণ্ঠন,অপহরণ ,ধর্ষণ ,গণহত্যা -
সততায় সংঘবদ্ধবাস ,শান্তির স্থিরতা ৷
ধন-সম্পদ, সঞ্চয়, জমা, অবিচার !
সব সবার সমবায়,একছত্র অধিকার ৷
জল-স্থল, বন, মরু, পর্বত,যতো -
যার-যার অবস্থিতি, আদিম মত ,
ভরিয়া সুশোভিত, প্রান্তর-মাঠ
সবই মঙ্গল ভিতে, উন্মুক্ত প্রকট ৷


হারেম রাখে না, কোন শক্তিধর ,
দেখি না তখন খলে ,ভরা সংসার !
যা কিছু ধ্বংস ,প্রকৃতির কোপে ,
এত নয় ভরা ,বিষাক্ত সমাজসাপে !
ঝড়, বন্যায়, তারা যদিও ভাসে -
তীর্থ-ভিড়ে অসময়ে, মরে না শেষে !


নখ-দাঁত-শিঙ, সবই ছিল ভরা -
অকারণ নহে হানাহানি ,নিজেরা তারা ৷
ছিল না গূঢ়-জ্ঞানগ্রন্থ আর তার শাখা ,
ছিল নির্মল দ্বেষ-শূন্য, হৃদয়টি ফাঁকা !
ছিল এক আশ্চর্য অস্ত্র ! মনে আশ্বাস ,
সততা ভাইচারা আর আপসে বিশ্বাস ৷


(ইং-০৮-০৬-২০১৭)