হে রামমোহন, জ্যোতিষ্ক, উদ্দীপক !
অচল পুরাতন পন্থীর নহো সমর্থক ,
সহায় বিজ্ঞান সম্মত নীতির, পথপ্রদর্শক ;
তুমিই অধুনা ভারতের উদিত জনক ৷
নির্দয় পাষাণ করিয়া খান-খান-
গাঢ় কালো কুজ্ঝটিকা করিয়া ম্লান ,
আঁধি-তুফান,অনাচার ,অসিষ্ণুতা
পতীত,হীন,কদর্য, পুরাতন মান্যতা ;
অসীম নিজ পবিত্র জ্ঞান সুষমায় -
সর্বে সমূলে উৎপাটিত করো সু-সময় ৷
অজস্র দুঃখ-জ্বালা করিয়া গ্রহন
কত অভাগারে দানো নয়া জীবন ;
সৃজন ব্রহ্মধর্ম, সতীপ্রথা দূরীকরণ ,
ভাষা সুধারক, করো ‘প্রেস্’ এর পত্তন ৷
আপস করাটা তব, হয়নি যে শেখা-
সব দিক সব কাজে হয়ে ও একা ,
অস্ত্র রূপে সত্যকে হৃদয়ে ধারণ -
প্রতিবাদো ইংরেজে, কী সে কারণ !
দেশে, ঘোড়া,পালকি, চড়া কেন বারণ ?
নবস্বাধীন চেতনার, করালে বিকাশ
সর্ব বিদিত তব, সেই শৌর্যের প্রকাশ ৷
ছিল সুদূর লক্ষ্য সারা ভারতময়
পরমেষ্ঠী রূপে বিরাজো এই ধরায় !
সুকর্মের মন্থনে ওঠে, যতো হলাহল -
শিব সম কণ্ঠে ধারণ, পুরোটা গরল !
প্রথম তুমিই আনো বঙ্গে নবজাগরণ -
আজি তথা অণুক্ষণ করি তোমা স্মরণ ৷
(ইং-২২-০৫-২০১৭)
(ইং-২২-০৫-১৭৭২-শ্রদ্ধেয় রাজা রামমোহন
রায়ের জন্ম দিবস ,
তাঁকে শ্রদ্ধা অবনতঃ প্রণাম )