একদা, গ্রাম ছিল শান্ত সরল
আকাঙ্ক্ষা ছিল না চাহিদা প্রবল -
কোথা হতে এলো, নয়া কাল ,
সবার হাড়ির ফুরালো চাল !


গ্রামের জনগণ আশায় মগন ,
টিভি, কুলার, ফ্রিজ চাই এখন ।
মটর বাইক, হাতঘড়ি, ফোন -
জিন্সপ্যান্ট,শার্ট মনের মতন ,
এ স্বপ্ন ! কেমনে পুরিবে সারা -
এসবেতে গ্রামে অপুরণ তারা ।


গাছের তলায় শীতল ছায়ায়
ছেঁড়া কাঁথায়, দুপুর বেলায় -
আসেনা ঘুম, আগের মত ,
শহুরে সুখ হাতছানি যতো !
আয় কোথায় ? নাই সম্বল -
চাই পশম,মখমল, কম্বল !
শাড়ী কাঞ্চিভরম, কাশ্মিরী, শাল
কোন প্রকার বাঁচা ,এই তো হাল !


চাহিদার জ্বালা ,শান্তি হরণ !
গ্রামীণ বোঝেনা ,সঠিক কারণ ।
তবু চাওয়া, চাহিদার সুফল ,
ভাবনা বাড়ায় আরো অতল !
না মেটায় , ভোগের আস্বাদ ,
ভাবনা ! এই বুঝি, জীবন বর্বাদ !


(ইং-১৪-১২-২০১৭)