লোকটি চাষি , সৎ ও খাটি –
সে বাঁচে আঁকড়ে ধরে মাটি ,
মেনে নিয়ম ন্যায়-অন্যায় -
সমাজে চলে মিলন ধারায় ,
উপকারে মন সবার তরে -
তবু,অভাবে সদা তাড়ায় তারে ৷


তার, স্থায়ী গাঁয়েতে বসতবাটী -
কারোর সাথে বিনা কারণে-
উগ্র রিপুর বদ্ তাড়নে ,
চায় না করিতে ঝগড়াঝাটি ৷


শিশুটা পড়ুক ভাল স্কুলে
উত্তম হবে শিক্ষাটা তাহলে ,
কোথায় মেলে সহজে ভর্তি ?
তার আশা যে, হয় না পূর্তি ৷


লোন নিয়ে কাটিবে কুয়ো-
ব্যাঙ্ক বলে, এ প্লানটা ভুয়ো !
কোন কালে পাবে না লোন ,
ডুবিবে উধার যখন তখন ৷


চিকিৎসায় যায় হাসপাতালে-
ডাক্তার মেলেনা তার কপালে !
মনের দুঃখে বনে যায় -
সেথায় পড়ে সাধুর পায় !


সাধু বলে, এক কাজ করো ,
নেতাকে পূজিয়া কাজ সার-
দক্ষিণা দিয়ে বাড়ও মান ,
এখন, ওরাই কাজের ভগবান !!


(ইং28-11-2015)