ধরায় ধর্ম মাঝে সবে বাঁচে
হৃদয়ে সততা নিয়ে কথা কাজে ,
ধর্ম তার নিজস্ব, পরম আস্থা -
জাগে প্রেম ভালবাসা স্থিরতা ৷

স্বার্থে নয় বাদ্ধকরা একে অপর
সব ধর্মই বহন করে সুখবর ,
আচারে সহনশীলতা ভাইচারা -
মনঃমাঝে দয়া মায়ায় আত্মহারা ৷


সরল মনুষ্যত্ব উদয় সেথা
নয় হীনতা, বিদ্বেষ ,কু-প্রথা ,
সফল ধর্মে ভরে যে সসাগরা -
সুন্দর আদপে তারা মন কাড়া !


ব্যাতিক্রম হতে পারে মানুষ বিশেষ ,
ধর্মে সহঅস্তিত্ব আছে যে অশেষ ৷
প্রমাদ ঘটায় মাত্র, দু’চারি জন -
পর ধন করে তারা কুচক্রে হনন !


এছাড়া আর নয় কোন যে যুক্তি ,
মানুষ পাক সুদিনে বিভেদে মুক্তি ৷
ধরায় ঘটিছে যত- অঘটন-
ধর্মের অপব্যাখ্যায় দূষিত মন !


(ইং-১৫-০৯-২০১৭)