যেমন, ফল-ভারে নত সে বৃক্ষ ,
হতশ্রী আভা জ্ঞানীর তা সাক্ষ্য !
জীবন যুদ্ধে তিনি যে ফেল্ -
তাই, এখনো চড়িছেন সাইকেল !


ছাত্রের দোকানে, দোকানী কয় -
আপনি যে আমার মাষ্টার মহাশয় ,
আসা দোকানে সাইকেল সারাতে -
মনে হয় শূন্য, অর্থ-কড়ি হাতে !


তবে, ডিগ্রি আছে ঝুড়ি-ঝুড়ি ৷
টিউশন্ পড়ান দেখি ,বাড়ি-বাড়ি ,
কত ছাত্ররে করেছেন উদ্ধার -
তারা জ্ঞানালো পেয়েছে অপার !

পুত্র-কন্যায় করেন ঘর-সংসার ,
দেখি, এক কাপড়ে জীবন কাবার !
কি দিয়েছেন তাদের মুখে ?
কতই বা আছেন নিজেই সুখে !
সৎ পথে চলে-চলে -
সব গেল বিফলে,-জলে !


আমি যে আপনার ছাত্র -
পড়েছি ছ’ক্লাস মাত্র ,
মস্তবড়ো মেকানিকের দোকান -
আমার কত, নামডাক আর মান !
গাড়ি, বাংলো, চাকর-বাকর ,
ব্যাঙ্কব্যালেন্স, সোনাদানা,মোহর ;
সবই এসেছে সাথে ,
কেবল একটু চলি অন্য পথে ৷


দু’পয়সা কামাতে হ’লে -
সৎ- অসতে চলতে হয় মিলে ;
মালেতে হেরাফিরি, নেতা ধরাধরি ,
সুজগে সবই ,সময়ে সারি ৷
তাই, হাত ডুবিয়ে খাই-ঘিভাত -
আমি উন্ততি করেছি অগাধ !


বলুন ? কে কাকে করিবে নমস্কার ,
ফলাফল সমাজ করিবে বিচার !!


(ইং-১০-১০-২০১৭)