প্রাণবায়ু দানে আয়ু -কাজ, বৃক্ষ ,
সুযোগে আমরা ছেদি, তার বক্ষ !
যে মাটি, যোগায় খাদ্য শস্য -
কংক্রীট, জঞ্জালে, করি চুচ্ছ !

যে গুরুজন উজড়ে, জীবন ধন ,
কখনো, অপারক মান্যে আপন ৷
যে ভাই, বিপদে সর্বদা বাঁচায় -
তারে পেষি, দু’পাটে যাঁতায় ৷
যাঁরা, পথ দর্শায় দুর্দিনে-দুর্দশায় -
তাঁর স্থান পাতা, কটু লোচনায় !

চামড়ার চটি পরিয়া দু’পায় ,
মনটা বিষম জ্বলে, জ্বালায় !
চর্মে, পদ যেন কাটে হরদম-
চাই, মোলায়েম! আরো নরম ৷
ভবিনা !এই চামড়াটা কার ?
হবে কোন জন্তুর! নয়তো শূকর !!

(ইং-১১-০৬-২০১৭)