নিজের ভাল যে না বোঝে
পর ভালতে অনেক দূরের কথা ,
কৈশোর ,যৌবন ,বার্ধক্য
তিনো কালে বোধের রয় পার্থক্য ।

যে ধারায় যে মানুষের রপ গড়া
মতিগতি-ব্যবহার স্তরে স্তরে ভিন্ন
সুকাজে গড়ে ওঠে অবতার ,
কুকাজে রূপ ধরে ,অসুরসম মান্য ।

এমনি বৈচিত্রে ভরা ব্যবহার
আশেপাশে মান্যতায় পায় বল ,
বসত মাঝে রূপ নেয় সংস্কার
ভাল-মন্দ তারই ফলাফল ।

আবেশে যদিও দলগত বিচরণে  
মন্দরে বোঝে না মন্দ ,
কোনদিন পায় না তারা কুসুম-ঘ্রাণ
না কোন মধুর-মিষ্ট গন্ধ !

(১৫-১২-২০২১)