এ যুগে শিক্ষার আছে অনেক অনেক দরকার
বিনা শিক্ষায় সুন্দর স্বর্গ তা'ও হয় ছারখার !
মূর্খের রাজত্বে মূর্খের আস্ফলন
তারা মাতে পঙ্গপালের মতন ;
ভাবে, দুনিয়াটা খুব ছোট
তার মত আর না দু’টো ।

ভাইচারা, হিতাহিত অভাব জনিত জ্ঞানে
হয় না জীবন সফল কোন আস্থার টানে ।
সব পেয়েও সুখে রয় না পরাণ
কী বুঝবে দাম, কত তার জান ?
তা’ বৃথা হেলায় করে শেষ
এ- এক অধমের বেশ ।

(২৯-০৬-২০২২)