কাম- বড়ো না নাম
বিজ্ঞের রায়- ধাম ।
সময়ে আস্থায় মন
বাচবিচার নয় ক্ষণ ;
ভূঁইফোঁড়ের দলে মিশে -
নাম কামাও শেষে !


তারা রাতদিন গজায়
হঠাৎ বাড়ে মজায় ,
প্রবীণ পিছে ফেলে -
উজ্জ্বলে তারা চলে !
নবীন তেজে মেতে
ওরাই জীবনে জেতে ।


সামনের ধস্ অদেখা !
জেদে চলন শেখা ,
হোক না সে ফানুস -
ইচ্ছেটা নামী মানুষ ।
সীমা পরিধি অজানা
ওসব জ্ঞানে কানা !


ভোটে লড়ো একবার
হেরে ও নাম তার !
কিছু খবর ক্রিকেট আর ,
সাথে চিত্র তারকার ,
বেশ ! জ্ঞানে ভরা পেট -
নামের দেখ ঠেঁট !!


(ইং-১০-০৬-২০১৮)
কাম > কাজ , কর্ম ,
ঠেঁট > ব্যঙ্গে,- গর্ব, জলবা, বাহার ,