মিষ্টি-মিষ্টি কথার জোয়ারে
কত যে রয় মুগ্ধ !
হৃদয় ভরা স্বার্থ আভায় -
নয় অন্যায়ে দগ্ধ ৷
সদা থাকে মেতে বিভোরে ,
মিষ্টি-মিষ্টি কথার জোয়ারে ।
চায় না তারা অশুভর দেখা !
ধর্ম কর্ম এমনি শেখা ,
পথের চিন্তা সোজা -
নিজের তারিফ কানে-শুনে
কেবলি পায়, মজা !
তারা তোষামোদের মহা রাজা !
সহজ, সরল , লেখা- জোঁখা -
চায় না লাগুক আঁতে স্যাঁকা ,
কানে শোনা বিরোধ কথা -
জ্বালা ধরা মাথা !
মুখ্য সময়, প্রচুর মেলা !
নব চেতনা করে হেলা ,
আচরণে সব এমনি ধারা -
চাটুকারিতায় হৃদয় ভরা ৷
বিরোধ ভাবনার বড়ো অভাব –
দুর্নীতিরে দেখি না প্রতিবাদ ,
জ্ঞানের রাজ্যে মোহ্যমান-
এখনো তারা অসাড়- ম্লান -
কথা কাজে শূন্যে ভাসমান ,
খোঁজে না তারা নব্য স্বাদ ,
ভাগ্যের ঘরে বসতী আবাদ !
(ইং-১৫-১০-২০১৭)