করিয়া ত্যাগ ও লোভ সংবরণ ,
জীবনে বাঁচাটা জটিল সমীকরণ ৷
স্বার্থ, মোহতে, ধরাচ্ছন্ন ভীষণ ,
উদিত দুঃসময়, সংকট প্রবণ !


ভালো যে নয় সদা প্রকৃত আলো ,
বাদসাধে ভাল, ক্ষণে সে কালো !
ভাল সেও জানে ,নানা ছলা-কলা ,
নানারূপে নানাসময় বিরাজে মেলা ৷


সাদরে আলেয়ারা দিচ্ছে ডাক -
সময় অসময় লাগায় সে তাক !
রূপে করে মুগ্ধ ! বাক-হত ,
টানে স্বার্থে ,তার ইচ্ছে মত !



ভাল নিয়ে টানাটানি এই ধরাতল ,
ভাল কখনো ঘটে, মহাগরল ৷
কোন সময় পশ্চাতাপে বহে মন-
উত্ত্যক্ত, কোথাও ভাল, সারা জীবন ৷
সম্ভব শেষ ! অশুভ তার পরিণতি ,
অর্থহীন ভালয় নাদিলে বিরতি ৷


মোহে উজ্জ্বলতা, ভালবেসে নিল ,
সে আলোতে পতঙ্গ ঝাঁপ- দিল !
ভেবেছিল আলোতে পাবে ত্রাণ-
হারালো শেষটায়, কত যে প্রাণ !


লব্ধিতে ভালটা মন যে কাঁদে-
কভু বামুনে, বাড়ানো হাত, চাঁদে !


(ইং-১৩-০৯-২০১৭)