হরিষ, তিনি প্রবীণ তর্কবাগীশ ,
সবে ডাকে আদরে জগদীশ ।
তর্কে বলে, দুঃখ-জ্বালা কালে -
এমত কারণেই অশান্তি মেলে ।


সেথা আছে মুখ্য- চার কারণ -
ভোগবাদী বিচার, এক ধরণ ,
শুধু আলয়ে, শুয়ে শুয়ে থাকা -
অন্য পরিস্থিতি, তারে না দেখা ।
কাজের চাপ, খুঁড়িয়ে চলা -
সময়কে অযথা করা হেলা ।


কারণের আছে শাখা প্রশাখা -
এমনি অনেক দুঃখ অমাপা ,
দুঃখরা করে অস্থির,- তাড়না -
ফল পেতে জাগায় সম্ভাবনা ।
জানিও দুঃখই আসল,-সব ,
জ্ঞান উৎস, তার তরে উদ্ভব ।


(ইং-২৩-০৫-২০১৮)