দুরিতে দুঃখ,ক্ষত,             অমানিশা রাতে কত ,
           ছিল সেবিতে আগ্রহী ,জাগ্রত ;
ওঁরা, অচেনা সুহৃদ ,         হৃদে ছিল পিরিত ।
            তবু প্রিয়কে করি বিতাড়িত !  


জানাই না সম্মান ,             আরো করি অপমান ,
              মূঢ়ারণ্যে যে মোর বাস ;
প্রস্ফুটিত কদম ,              তাঁরে ভাবি অধম ,
           ঘ্রাণে ধরিনা সুবাসের আভাস !


কত কঠিন সময় !              তাঁরা হয়ে সদয় ,
             কতবার আসিল দ্বারে ;
তাঁরা দয়ালু অবতার ,      কর্কশে জানাই ধিক্কার ,  
             চুচ্ছ-তাচ্ছিল্য করি তাঁরে !


যদিও অবহেলিত,               বলে, হয়ে প্রীত ,
             অঞ্জলি ভরে নাও অভয় ;
মানবতার অবক্ষয় ,            হিংসারে করো জয় ,
              নববাণীতে হও নবোদয় ৷


মোরা মহা পাপিষ্ঠ ,           তাঁরে করি রুষ্ট ,
             তবু আঘাতে নয় সে কাতর ;
কন্টকে ভরা মন ,            অচেনা অমূল্য ধন ,
             সে রত্নরে করি অনাদর !


অজানা নিজ মঙ্গল ,           বেষ্টিত হীনতা-জঙ্গল ,
              অজ্ঞানে নিমজ্জিত তায় মৃত ;
সুদূর নক্ষত্র লোকে,           অবাকে তাঁরা দেখে
              মর্ত্যতে মূঢ়তা ভরা যত !


(ইং-০২-১০-২০১৭)