যুগটা ছিল, সাম্রাজ্যবাদীর অধীন ,
শিক্ষা-জাগৃতি-প্রগতি, ছিল ক্ষীণ ;
দেশ-মা ছিলেন, দুঃখী- দীন -
দেশবাসী ছিলেন, ঘোর পরাধীন !


দাপটে দলের হাতিরা, মত্ত-মগন -
উজাড়িত সরোবরের কমল-বন !
তার মাঝে এক, পুষ্প-গোলাপ-
শোভিল কাননে অপরিমাপ !


ভাঙিয়া বেড়ি, আচার- নীতি-
সাহিত্যে দিলেন নব গতি ,
এমনি রাজে, কবি বিরাজে -
হাস্যে, ব্যঙ্গে, সমাজ মাঝে ৷


কত না মজালেন কবি- রঙ্গে ,
আমরা হেরিলাম ,সারা বঙ্গে !
তাঁর রম্য রচনা, শৈলী, ছন্দে-
সুবাসে মাতালেন অতি সুগন্ধে !


কাব্য, খাই খাই, গানের গুঁতো,
অবাক কাণ্ড ! শিশুগল্প কত ৷
পাগলা দাশু, অবাক জলপান !
সুকুমার রায়ের মহান দান ৷

(ইং-৩০-১০-২০১৭)
শ্রদ্ধেয় সুকুমার রায়ের জন্ম দিবস-(ইং-৩০-১০-১৮৮৭)
আজ তাঁর প্রতি শ্রদ্ধা তরে প্রণীত, অর্পণ করি পুষ্পাঞ্জলি ৷