ভ্রমনে, একদা সন্ধ্যার প্রাক্কালে ,
রম্য পুষ্পোদ্যানে, সকলে মেলে ৷
কলহাস্যে, কিশোর-কিশোরী -
ভাবে বিভোর ,কত যে আ-মরি !
যেন স্বর্গ নামিছে, আজি ভূতলে ,
মাতিয়া বেড়ায়, মনঃ প্রফুল্লে ৷


প্রজাপতি, ভ্রমর, নির্ভয়ে খেলে ,
মনোসুখে, ফুলের মধু তোলে ;
চলে হেলে-দুলে, অলস যারা -
আনন্দে তারাও আত্মহারা !
নেই কোন ক্লেশ, বিশেষ ,
সবের বেশ, মধুর সমাবেশ ৷


হঠাৎ কোথা হতে ,এক পাল -
জুটিল বাঁদর , ঐ বৈকাল  !
দর্শক সভয়ে ভাবে, এ-কী ?
অগ্রে অশুভ বিপদ যে দেখি !
যার যা ছিল, গচ্ছিত খাবার -
বাঁদরে করিল, শেষ-কাবার ৷


একটা বাঁদর কাননে ঢুকে -
নৃত্য করে বাগানের বুকে !
ভ্রমর, মধুকর, সব পালায় -
প্রজাপতিরা পড়ে ভীষণ জ্বালায় !
হাত-পা ভাঙে, ভূতলে গড়াগড়ি ,
ফুলতনু সব ধ্বংস-, ছড়াছড়ি !


একটা বাঁদরে অনেক পারে -
নষ্টের গুরু , যেমন ঝড়ে !
এ না হলে বলে ? বান্দর জাতি ,
কম্ম ! “পদ্ম বনে মত্ত হাতি” !


(ইং-০৭-০৭-২০১৭)