কথায় কথা বাড়ে
ক্রোধে বাড়ে ক্রোধানল -
অতি ভোজনে বৃদ্ধি উদর
জলে বাঁধে জল ।

ঋণে ঋণ বাড়ে
অভাবে স্বভাব নষ্ট
আরামে ঘুম বাড়ে ,
পরিণাম হয় নষ্ট ।

আস্খায় ভাব বাড়ে
ভাবে বিভোর অতল
অধিক ভাবে চিত্ত শূন্য
ভগবৎ প্রেমে পাগল ।

(২০-০৭-২০২২)