করমে গহিন গাঙে বাও, নাও-
সঙ্কট সঙ্গীরে ভালবাস, তা’ও !
জানি, কর্মটি শুধু মাছ যোগাবার ,
জ্ঞাত নিজ কর্তব্য, পরোপকার ।


হাজারো কাল বিরাজে সে শুদ্ধমতি ,
জনতারে করে না সে মহাক্ষতি ।
তবু অপূরণ। সময়ে উদর পূর্তি ,
জীবন ঘনকালো বাহারহীন দ্যুতি !


ঝঞ্ঝাঝড় মাথায় নিয়ে জীবন ,
পড়েও বিপদে সে যখন-তখন !
কত যে অসময়ে কাল কবলিত -
তবু নয় জেলে, কার্যে বিচলিত !


আসুক না প্রবল, তুফান-ঝড় -
যতই আসুক না, মস্তক ’পর ,
তার চলেনা ছলনা, আর্জী ,ছুটি-
শক্তিতে লড়ে, হাল ধরে দু’মুঠি ।


তার কর্মচক্র নিশীথকাল-দিন ,
পারে না কক্ষণো হতে শৌখিন !
সে চায় না হতে, ব্যাপারী-শেঠ -
মাত্র, ক্ষুদ্রাকাঙ্ক্ষা, ভরিতে পেট ।


(ইং-০৯-০১-২০১৮)